ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এই নয়া ভ্যারিয়েন্ট Omicron-এর থেকে আলাদা উপসর্গ হতে পারে।


ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এই নয়া ভ্যারিয়েন্ট। তবে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, Omicron-এর থেকে আলাদা উপসর্গ হতে পারে এই নয়া মিউট্যান্টের। গন্ধ এবং স্বাদের ক্ষতি হতে পারে এতে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের অন্যতম বৈশিষ্ট্য ছিল। গুজরাতে শনিবারই মিলেছে XE ভ্যারিয়েন্টের সংক্রমণ। গুজরাতের ওই কোভিড XE ভ্যারিয়েন্ট নমুনার জিনোমিক বিশ্লেষণ এখনও চলছে এবং শীঘ্রই এর ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে, শনিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

 Coronavirus এর একটি আরও সংক্রমণযোগ্য রূপ

 Coronavirus এর একটি আরও সংক্রমণযোগ্য রূপ হল XE। পর পর দু'দিন বাড়ার পর ফের কমল করোনার দৈনিক সংক্রমণ। এক ধাক্কায় অনেকটাই নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক হাজার ৫৪ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। তার মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ২১ জনের।

এর আগে, মুম্বইয়ে একজন মহিলা, যিনি ফেব্রুয়ারির শেষদিকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন তিনি XE ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন বলে জানা যায়। তবে স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি নিশ্চিত করেনি। বুধবার সন্ধ্যায় মন্ত্রক জানিয়েছে, এটি XE ভ্যারিয়েন্টই কী না তার প্রমাণ মেলেনি।

দেশে সংক্রমণের সংখ্যা কমতে থাকায় কোভিডবিধি শিথিল করে দিয়েছে প্রতিটি রাজ্য। কিন্তু চিন এবং আমেরিকায় কোভিডের সংক্রমণ ফের বাড়তে থাকায় কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মিজোরাম সরকারকে চিঠি। পরিস্থিতির উপর নজর রাখতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেননা দেশের মধ্যে এই রাজ্যগুলিতে সংক্রমণের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

যদিও XE ভ্যারিয়েন্ট ভারতের জন্য উদ্বেগের কারণ নয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁদের মতে এই ভ্যারিয়েন্টের তীব্রতা টিকা নেওয়ার উপর নির্ভর করবে এবং যেহেতু ভারতে অধিকাংশেরই দু'বার টিকা নেওয়া হয়েছে, বুস্টার ডোজও দেওয়া হচ্ছে তাই XE-র ক্ষতির সম্ভাবনা কম।

তিন মাসেরও কম সময় আগে ওমিক্রনে সংক্রামিত হয়েছেন দেশের অনেকেই সুতরাং তাঁদের দেহে অ্যান্টিবডি প্রতিরোধের সম্ভাবনা রয়েছে। যেহেতু ভ্যারিয়েন্টটি খুব বেশি সংক্রমণযোগ্য তাই অনেকে সংক্রামিত হতে পারেন তবে মৃত্যুহার নগণ্য হওয়ার সম্ভাবনাই বেশি

XE ভ্যারিয়েন্ট ভারতের জন্য উদ্বেগের কারণ

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যেটিকে XE Variant বলা হচ্ছে তা INSACOG-এর জিনোমিক বিশেষজ্ঞরা বিশদভাবে বিশ্লেষণ করেছেন। এবং তাঁদের অনুমান এই ভ্যারিয়েন্টের জিনোমিক গঠনটি 'XE'- এর জিনোমিক গঠনের সঙ্গে সম্পর্কিত নয়। নতুন এই মিউট্যান্ট প্রথম ব্রিটিশ যুক্তরাজ্যে শনাক্ত হয়েছিল।

দৈনিক সংক্রমণের হার গত দু'দিন ধরে খুব একটা হেরফের হয়নি। রবিবার দৈনিক সংক্রমণের হার ০.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫৮ জন। লক্ষ্যণীয় ভাবে কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। রবিবার সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ১৩২।

এই ভ্যারিয়েন্টের সবচেয়ে সাধারণ লক্ষণ হল, এই ভাইরাসে আক্রান্তদের গন্ধ এবং স্বাদগ্রহণ ক্ষমতা চলে যায়। ভারতে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ এনেছিল যে ডেল্টা ভ্যারিয়েন্ট, তার একটি সাধারণ লক্ষণ ছিল এটি। অন্যান্য উপসর্গগুলির মধ্যে আছে জ্বর, গলা ব্যথা, গলা চুলকানি, কাশি এবং সর্দি, ত্বকের জ্বালা এবং বিবর্ণতা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদি।

দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। তার পর রয়েছে দিল্লি (১৬০) এবং মহারাষ্ট্র (১৩২)।

Post a Comment

Previous Post Next Post