এক ওভার পর রুতুরাজকে ১৯ তুলে নেন সানরাইজার্স পেসার টি নটরাজন। তৃতীয় উইকেটে আম্বাতি রাইড়ু ও মঈন আলীর ৫০ বলে ৬০ রানের জুটিটা চেন্নাইয়ের ইনিংসে ভিত গড়ে দেয়। ২৮রান করা রাইড়ু তম ওভারে আউট হওয়ার পর চেন্নাইয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৮। এখান থেকে আর কেউ সেভাবে চেন্নাইয়ের হাল ধরতে পারেননিজয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৩৪ রান দরকার ছিল সানরাইজার্সের। এখান থেকে ম্যাচটা জেতা মোটেও কঠিন হয়নি উইলিয়ামসনের দলের জন্য। ইংলিশ পেসার ক্রিস জর্ডান ১৭তম ওভারে ১৯ রান দেওয়ার পর বলের চেয়ে রানসংখ্যা কমে আসে সানরাইজার্সের। ১৭ বলে দরকার ছিল ১০ রান
চেন্নাইর অধিনায়কের দায়িত্ব আই পি ল ২০২২
দায়িত্ব পাওয়ার পর জাদেজার এখনো জয়ের স্বাদ পাওয়াই হলো না। মুম্বাইয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হেরেছে চেন্নাই।আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান তুলেছে চেন্নাই। তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের
এর আগে চেন্নাইকে অল্প সময়ের মধ্যে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পা। । সুন্দর কেলেচেন রবিন রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব পাওয়ার পর কথাটা মজা করে বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি, 'আমার দাঁড়ি কেন পেকে সাদা হয়েছে, সে এখন বুঝতে পারবে।'বলা বাহুল্য, জাদেজা তা খুব ভালোভাবেই টের পাচ্ছেন। ধোনির জায়গায় চেন্নাই অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর জাদেজার এখনো জয়ের স্বাদ পাওয়াই হলো না। মুম্বাইয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হেরেছে চেন্নাই।আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান তুলেছে চেন্নাই। তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় সানরাইজার্স। আইপিএলে এবার এ নিয়ে টানা চার ম্যাচই হারল চেন্নাই।

Post a Comment